সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভা
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২২, ৪:৫৮ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট জেলা শাখার সভাপতি এম এন নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস এর সঞ্চালনায় এক জরুরী সভা নগরীর জিন্দাবাজারস্থ পালকি রেস্টুরেন্টে ৩১ জুলাই রবিবার বিকাল টায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে স্ব-স্ব অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালনে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন এবং সিলেট জেলার আওতাধীন সহজ-সরল মৎস্যজীবীদেরকে ভূয়া মৎস্যজীবী লীগ সম্পর্কে অবগত করেন।
সভায় নেতৃবৃন্দ সিলেটে আওয়ামী মৎস্যজীবী লীগের নামে ভূয়া পদ-পদবীধারী দুষ্ট প্রতারকদের হুশিয়ার ও সাবধান করে বলেন, তারা যেন সিলেট জেলা মৎস্যজীবী লীগের নামে কোন অপতৎপরতা না চালায়, নতুবা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা ভূয়া পদ-পদবী ব্যবহার করে সিলেটের আপামর সহজ-সরল মৎস্যজীবীদেরকে সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সুনাম নষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। নেতৃবৃন্দ দুষ্ট প্রতারক চক্রের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান এবং ভূয়া পদ-পদবী ব্যবহারকারীদের মিষ্টি কথায় কর্ণপাত না করার পরামর্শ দেন।
সভায় বক্তাগণ বলেন, ঐ প্রতারক চক্রের মিষ্টি প্রলোভনে আকৃষ্ট হয়ে প্রতারিত হলে, তার দায়ভার বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বহন করবে না। এই দায়ভার ভুক্তভোগীকেই বহন করতে হবে। এ ধরনের ভূয়া পদ-পদবী ব্যবহারকারী জালিয়াতরা আপনাদের দৃষ্টি গোচর হলে আইনের হাতে সোপর্দ করুন। জালিয়াত চক্রের হাত থেকে সহজ-সরল মৎস্যজীবীদের সুরক্ষিত রাখার দায়িত্ব সবার।
সভায় সিলেট জেলার আওতাধীন সকল ইউনিটের মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দকে বলেন, ভূয়া পদ-পদবী ব্যবহারকারীদের বিরুদ্ধে সোচ্চার থেকে মৎস্য বান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন বিশ্বনেত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান। বাংলাদেশ মৎস্যজীবী লীগ, সিলেট জেলার আওতাধীন প্রতিটি ইউনিটকে সুসংগঠিত করে বিশ্বনেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিতি ছিলেন সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ সভাপতি মোঃ আরশ আলী, ফয়জুল ইসলাম আরিজ, আজির উদ্দিন মাহী, হাজী মোঃ বিলাল উদ্দিন, নির্মল কুমার চন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আফাজ, নজরুল ইসলাম কাজল, সীমান্ত চন্দ্র মালাকার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সম্পাদক মণ্ডলীর সদস্য সিরাজ উদ্দিন, এডভোকেট ফয়সাল আহমেদ, আমিনুর রহমান মামুন, আবু বাকার, জীবন দত্ত, জেলা সদস্য তাজ উদ্দিন, আব্দুল মছব্বির, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আবু ইউসুফ সহ প্রমুখ নেতৃবৃন্দ।