রাস্তা-ঘাট মেরামতে পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার, সিলেট আসছেন যোগযোগ সচিব
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ৯:১৬ অপরাহ্ণ
মুহিত চৌধুরী: ভয়াবহ বন্যায় সিলেট নগরীসহ সদর উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট বিপর্যস্ত হয়ে পড়েছে। বিষয়টি সিলেট -১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর দৃষ্টি এড়ায়নি। গণমানুষের এই কষ্ট দ্রুত লাঘব করতে গত ২৫ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মােঃ তাজুল ইসলাম, এম.পি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এম.পি-এর কাছে ডিও লেটার পাঠিয়ে ছিলেন পররাষ্টমন্ত্রী।
এরই প্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ৫ ও ৬ জুলাই সিলেট এবং সুনামগঞ্জে দুই দিনের সফরে আসছেন। তিনি সরজমিনে সিলেট ও সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করবেন। এবং দ্রুত এইসব রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহন করবেন।