ছাতকে স্বাস্থ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সিলেট ডট কম
ছাতক প্রতিনিধি : বেসরকারী উন্নয়ণ সংস্থা উত্তরণের বাস্তবায়নে এবং ক্রিশ্চিয়ান এইড’র সহযোগিতায় ছাতক উপজেলার সদর ইউনিয়নে বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বালতি, জগ, মগসহ স্বাস্থ্য সামগ্রী এবং ব্যাগ, ছাতাসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ১২৫ পরিবারের মধ্যে হাইজিনকীট ও ১০০পরিবারের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রোববার ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকল্পের অধীনে ২২৫ পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণের ফিন্যান্স অফিসার মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইশরাত জাহান নওশীন। বক্তব্য রাখেন উত্তরণের মো. তবিবুর রহমান, ইউপি সচিব আব্দুস সবুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাজী মারুফ আহমেদ, খসরু আহমেদ, আলী হোসেন, আশিকুর রহমান, সমরোজ আলী, দুলাল সরকার, আবু খালেদ, আলী হোসেন, আব্দুস শহিদ, সাবেক ইউপি সদস্য নুরুল হক ,আব্দুস সালাম, ইউপি সদস্যা ছালেতুন নেছা, আফিয়া বেগম রেখা, প্রেমতা রানী দাস ও প্রকল্পের স্বেচ্ছাসেবক আতিকুর রহমান রিয়াদ, জাবেদ আহমেদ, মুহিত আহমদ, সোহানুর রহমান, নাহিদা আক্তার সুরাইয়া, নুসরাত ইসলাম, জাবেদ হাসান পাবেল,জয়নুল করিম জগলু,সুমাইল আহমদ সুমন প্রমুখ।