এবার দাবি আদায়ে শিশু সন্তানদের নিয়ে আন্দোলনে চা শ্রমিকরা
দৈনিক সিলেট ডট কম
নিজস্ব প্রতিবেদক : সিলেটের মালনীছড়ার চা শ্রমিকদের আন্দোলনের ধারাবাহিক অব্যাহত রয়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে সিলেট বিভাগের চা বাগানের সকল শ্রমিক কর্মবিরতি পালন করেন। ১২ দিন ধরে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা।
আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার চা শ্রমিকদের পাশে দেখা গেছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের। চা শ্রমিকদের সন্তানরা আন্দোলনে যুক্ত হয়ে শ্লোগান দিচ্ছেন। ‘৩০০ টাকা দাও নাইলে বিষ দাও’। ‘বাচার মত বাচতে চাই ৩০০ টাকা মজুরি চাই’।
এদিকে মঙ্গলবার (২৩ আগস্ট) সিলেটের কোনো চা বাগানে কাজে যোগ দেননি শ্রমিকরা। সোমবার (২২ আগস্ট) যেসব বাগানের শ্রমিকদের একাংশ কাজ শুরু করেছিলেন, মঙ্গলবার তারাও ফের কর্মবিরতি শুরু করেন। আন্দোলনের বিষয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১২টা থেকে সিলেটের ২৩ বাগানের পঞ্চায়েত কমিটি লাক্কাতুড়ায় বৈঠকে বসেন। বৈঠকে চা শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন।
বৈঠকে সব শ্রমিক একযোগে জানান- তারা কাজে যোগ দিবেন না। এসময় তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা।