সুনামগঞ্জে জুয়ার আসর থেকে ৭ জন গ্রেফতার
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডটকম : সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মিলনবাজারে জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
শুক্রবার (২৬ আগস্ট) ভোররাতে দিরাই থানা পুলিশের একটি দল উপজেলার চরনারচর ইউনিয়নের মিলনবাজারে জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য গোপালপুর গ্রামের মহেশ চন্দ্র দাস (৩৫), একই গ্রামের মৃত রাজেন্দ্র দাসের ছেলে রনজিত দাস (২৬), লৌলারচর গ্রামের মৃত নরেশ ভূইয়ার ছেলে সুধিন ভূইয়া (৩৫), মৃত হাছন তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫), খালেক মিয়ার ছেলে মঞ্জু মিয়া (৩০), মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (৩০), শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আম্বর আলী মিয়ার ছেলে মহিদুল মিয়া (৪০)।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।