জগন্নাথপুরে পুলিশের অভিযান: গ্রেফতার-৩
দৈনিক সিলেট ডট কম
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন মামলায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার (২৭ আগষ্ট) সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে থানার অফিসার ইনজার্চ মো. মিজানুর রহমানের নির্দেশনা থানার এসআই ওবায়দুল্লাহের নেতৃত্বে একদল পুলিশ ননজিআর-৬৪/২০২২ (জগন্নাথপুর) এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. আলফু মিয়া (৪৮)।
এদিকে থানা পুলিশের আরেক অভিযানে জগন্নাথপুর থানার মামলা নং-০৩(০৮)২২, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোডের সন্দিগ্ধ পাইলগাঁও ইউনিয়নের পুরান আলাগদী গ্রামের মৃত রবি বৈদ্য ছেলে প্রদীপ বৈদ্য(৩৫), মৃত সজ্জাত মিয়ার ছেলে তোতা মিয়া(৩৪) কে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনজার্চ মো. মিজানুর রহমান জানান, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আজ সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে