ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার
দৈনিক সিলেট ডট কম
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় মাদক মামলার পলাতক আসামি শহিদ মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) ভোর রাতে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের শহরতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, শহিদ মিয়া একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একাধিক মামলা রয়েছে। ২০১০ সালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়। এই মামলায় চলতি বছরের ২৮ জুলাই ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। এতদিন তিনি পলাতক ছিল। আজ শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।