দৈনিকসিলেট ডেস্ক : গত বছরের ২২ মে থেকে চলতি বছরের ১৩ মে পর্যন্ত বাংলাদেশে মোট ৮৮টি গুমের অভিযোগ পাওয়া গেছে, যা আগে ছিলো ৭৬টি। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে জাতিসংঘের গুম বিষয়ক বিশেষজ্ঞ কমিটি।
সোমবার (১৯ সেপ্টেম্বর) কমিটির ১২৮তম সভায় ২১টি দেশের ৬৯৬টি গুমের অভিযোগ পর্যালোচনা করার কথা রয়েছে। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার পরিষদে আনুষ্ঠানিক পেশ করা হবে প্রতিবেদনটি। বাংলাদেশে যে ৮৮টি গুমের অভিযোগ পাওয়া গেছে তার মধ্যে দুইজন নারী। সরকারের পক্ষ থেকে আটজনের বিষয়ে কমিটিকে তথ্য দেওয়া হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে। তবে এখন পর্যন্ত ৮১ জনের গুমের অভিযোগের কোন সুরাহা হয়নি।
প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের পরিবার, মানবাধিকার কর্মী ও নাগরিক সংগঠনগুলোকে যেকোন হুমকি থেকে সুরক্ষার দিতে সরকারকে আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানানো হয়। সূত্র: ইউএনএইচআর রিপোর্ট