দৈনিকসিলেট ডেস্ক : এবছরের শুরুতে তাইওয়ানের কাছে একশ` ১০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র, এতে চরম ক্ষুব্ধ চীন
চীন সামরিক আগ্রাসনের চেষ্টা করলে তাইওয়ানকে সুরক্ষার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ান নিয়ে কৌশলগত অস্পষ্টতা থেকে বের হয়ে এই প্রথম খোলামেলা মন্তব্য করলেন তিনি।
সিবিএস সিক্সটি মিনিটসে দেয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, চীনের অনৈতিক হামলায় আক্রান্ত হলে প্রতিশ্রুতি রক্ষা করে সামরিক সহায়তা নিয়ে তাইওয়ানের পাশে থাকবে মার্কিন সেনাবাহিনী। গত বছরের অক্টোবরের পর এনিয়ে তৃতীয়বার তাইওয়ানের পাশে থাকার ইঙ্গিত দিলেন তিনি।
বাইডেন বলেন, এক চীন নীতি বহাল থাকায় স্বাধীনতা অর্জনের বিষয়টি তাইওয়ানের নিজের সিদ্ধান্ত। এবিষয়ে তাইওয়ানকে কোন উৎসাহ দেয়া হচ্ছে না বলেও দাবি করেন বাইডেন। সাক্ষাৎকারটি প্রচারের পর মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, আত্মরক্ষার সক্ষমতার পাশাপাশি বাড়বে পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা। এবছরের শুরুতে তাইওয়ানের কাছে একশ’ ১০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র। এতে চরম ক্ষুব্ধ চীন তাইওয়ান ঘিরে সামরিক মহড়ায় আগ্রাসনের হুমকি তৈরি করে।