সুনামগঞ্জে হাওর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডটকম : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের হাওর থেকে কালা মিয়া(৬০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে হাওর থেকে তার লাশ উদ্ধার করে দোয়ারাবাজারে থানা পুলিশ।
নিহত কালা মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মৃত শামছুদ্দিন মির্ধার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধায় বাড়ী থেকে বের হয়ে রাতে বাড়িতে ফিরে আসেনি।মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মিয়া বাড়ী সংলগ্ন হাওরে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।
ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে মৃতদেহ প্রেরণ করেছে পুলিশ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, নিহতের পাশে মারশাল কীটনাশক পাওয়া গেছে। নিহতের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।।