দর্শকদের সঙ্গে ‘বীরত্ব’ ছবি দেখলেন ইমন-নিপুন
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী ঘিরে সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ ছবিটি দর্শকদের সঙ্গে উপভোগ করলেন পরিচালকসহ নায়ক ইমন ও নায়িকা নিপুন।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী শহরের সাধনা সিনেমা হলে তারা এ ছবিটি উপভোগ করেন।
এ সময় ছবির নায়ক ইমন ও নায়িকা নিপুনকে দেখতে ভিড় করেন ভক্তবৃন্দ।
পরে ‘বীরত্ব’ ছবির পরিচালক সাইদুল ইসলাম রানা, নায়ক ইমন ও নায়িকা নিপুন সিনেমাটির গুরুত্ব তুলে ধরেন।
জানা গেছে, ছবিটির পরিচালক সাইদুল ইসলাম রানা রাজবাড়ীর সন্তান। সে সুবাধে তিনি নিজের জেলার দৌলতদিয়া যৌনপল্লীর জীবনমান নিয়ে ‘বীরত্ব’ সিনেমাটি পরিচালনা করেন।
ছবিতে ডাক্তারের চরিত্রে ইমন ও যৌনকর্মীর চরিত্রে নিপুন অভিনয় করেন।