দুলাভাইয়ের বাড়িতে থাকা শ্যালিকা ৮ মাসের অন্তঃসত্ত্বা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুলাভাইয়ের বাড়িতে থাকা শ্যালিকা রিয়া খাতুন ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের গ্যাঙকোয়াটারপাড়ার রিয়া খাতুনের সঙ্গে ৭-৮ বছর আগে বিয়ে হয় জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকা গ্রামের লাল বারীর ছেলে সোহাগের। বিয়ের পর তাদের দুইবার বিচ্ছেদ ঘটে।
এরপর ১ বছর ধরে স্বামী সংসার ছেড়ে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ায় দুলাভাই পিন্টুর বাড়িতে বসবাস করছেন রিয়া খাতুন। এরই মধ্যে জানা যায়, তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা। এ নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছে রিয়ার। এলাকায় সৃষ্টি হয়েছে তোলপাড়।
জোর গুঞ্জন উঠেছে, দুলাভাই পিন্টুর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরেই রিয়া অন্তঃসত্ত্বা হয়েছেন। তবে রিয়া বলেন, ৭-৮ মাস আগে আমার স্বামী এখানে এসে এক রাত ছিল।
রিয়ার স্বামী সোহাগ বলেন, বিচ্ছেদের পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তার অন্তঃসত্ত্বার বিষয়টিও আমার জানা নেই।
হাউলি ইউনিয়নের মেম্বার রিকাত আলী বলেন, পিন্টু নানা অপকর্মের সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে শ্যালিকাকে সে-ই অন্তঃসত্ত্বা করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।