যৌনতা নির্যাতনের অভিযোগে অভিনেত্রীর মামলা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:বিভিন্ন সময়ে নির্মাতা-অভিনেতা সাজিদ খানের বিরুদ্ধে দশজন নারী যৌন হেনস্তার অভিযোগ করেন। সেই সাজিদ খান সালমান খানের ‘বিগবস’-এর মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন। এ নিয়ে প্রতিবাদে সরব ভুক্তভোগীরা। এবার সাজিদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ভারতীয় অভিনেত্রী শার্লিন চোপড়া। মুম্বইয়ের জুহু থানায় এ মামলা দায়ের করেছেন তিনি। শার্লিন চোপড়া বলেন, সম্প্রতি জুহু থানায় সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে মামলা দায়ের করেছি। এ সময় পুলিশ শার্লিন চোপড়াকে জিজ্ঞাসা করেন, এ ঘটনা কবে ঘটেছে? জবাবে শার্লিন বলেন, ‘২০০৫ সালে।এত দেরিতে মামলা দায়ের করার কারণ ব্যাখ্যা করে শার্লিন চোপড়া বলেন, সাজিদের মতো এত বড় মাপের মানুষের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানানোর মতো সাহস ওই সময়ে ছিল না।