সিলেটে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

দৈনিক সিলেট ডট কম
নিজস্ব প্রতিবেদক : সিলেটে নিত্যপণ্যে লাগাম দিতে ভোক্তা অধিদপ্তর মাঠে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর কালিঘাটসহ বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে তদারকিমুলক অভিযান পরিচালিত হয়েছে। চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর কালিঘাটস্থ ৫টি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে আজ বাজার তদারকি করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন