অগ্নিসন্ত্রাসের ভয়ে হয়তো খুলনায় পরিবহন বন্ধ ছিলো: পররাষ্ট্রমন্ত্রী

মুহিত চৌধুরী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি, বিএনপির আন্দোলন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, নির্বাচন সংবিধান মতো নির্বাচন কমিশন যথাসময়ে করবে। সুতরাং এ নিয়ে আন্দোলন করার কী দরকার।
আর খুলনায় পরিবহন সরকার বন্ধ করেনি। এটি করেছেন পরিবহনের মালিক শ্রমিকরা। বিএনপি-জামাতের আন্দোলন দেখলে তাদের মনে পড়ে যায় সেই ভয়াল আগুন সন্ত্রাসের কথা। অগ্নিসন্ত্রাসের ভয়ে হয়তো খুলনায় পরিবহন বন্ধ ছিলো।
বিএনপি জামাত আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে বাসে, লঞ্চে। গাড়িতে আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়েছে বাস পুড়িয়েছে লঞ্চ পুড়িয়েছে রেল পুড়িয়েছে তাই বিএনপি-জামাত মাঠে নামলে বাসের মালিকেরা ভয় পায় লঞ্চের মালিকরা ভয় পায় আবার যদি আগুন দেয়? সেজন্যই হয়তোবা তারা বাস লঞ্চসহ অন্যান্য পরিবহন বন্ধ রেখে ছিলো।
শনিবার (২২ অক্টোবর) দৈনিকসিলেটডটকমের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতায় যেতে হলে জনগনের সমর্থন নিয়ে যেতে হবে নির্বাচনের মাধ্যমে। লাঠি হাতে সমাবেশে আসা দেখে মনে হচ্ছে বিএনপি-জামাত সারাদেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে । এসব করে কোন লাভ হবে না, কারণ দেশের মানুষ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতেৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। তারা জানে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা কিছু পায়, দেশ সামনের দিকে এগিয়ে যায়।
তিনি বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন তিনি আজ বিশ্বনেতায় পরিনত হয়েছেন। আর্ন্তজাতিক অঙ্গনে তিনি বাংলাদেশকে একটি মর্যাদার আসনে বসিয়েছেন। বিপুল ভোটে বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। এই সফলতা জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাউন্সিলের দায়িত্ব পালনে দক্ষতারই বর্হিপ্রকাশ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক নেতৃত্ব এবং বিশ্ব শান্তির জন্য তার সাহসী ও সময়োপযোগী পদক্ষেপেরও প্রশংসা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সারা বিশ্বের বিস্ময়, তলাবিহীন ঝুঁড়ি খ্যাত বাংলাদেশকে তিনি অল্প সময়ের মধ্যে উন্নয়নশীল দেশের তালিকায় নিয়ে যাচ্ছেন।
করোনাসংকট জয়ী জননেত্রী শেখ হাসিনা জানিয়ে ছিলেন দেশের উন্নয়ন ও অগ্রগতির অমিত সম্ভাবনার কথা। সেই সম্ভাবনার প্রমাণ আমরা পেয়েছি ২৬ ফেব্রুয়ারি (২০২১) এ। এই দিন বাংলাদেশের ইতিহাসে জাতিসংঘ কর্তৃক গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জিত হয়েছে। ওই দিন স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। এর ফলে ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষিত হবে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে কোন ষড়যন্ত্র এই অগ্রযাত্রা রুখতে পারবে না।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। দেশের উন্নয়ন, এলাকার উন্নয়নকে তিনি কখনও দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখেন না। তার প্রমাণ সিলেট সিটি কর্পোরেশন।
তিনি আরো বলেন, সিলেটে অনেকগুলো উন্নয়ন প্রকল্প চলমান আছে। সিলেটের ঐতিহাসিক কীন ব্রীজের সংস্কার এবং আরো একটি নতুন ব্রীজ নির্মাণের জন্য আমি কাজ করছি। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কীন ব্রীজটিতে দীর্ঘ সময় ধরে বড় ধরনের কোন সংস্কার কাজ না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযােগী হয়ে পড়েছে।
এছাড়া ব্রীজটি সিলেটে প্রবেশের সংক্ষিপ্ত পথ হওয়ায় উজানে বিদ্যমান ব্রীজ সংলগ্ন আরেকটি নতুন ব্রীজ নির্মাণ করা হলে সিলেটবাসী এবং দেশী-বিদেশী পর্যটকরা স্বল্পতম সময়ে সিলেট শহরে যাতায়াত করতে পারবে।