গোলাপগঞ্জে বসতঘরে, দুর্বৃত্তদের আগুন!

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামে দুবৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে বসতঘর। অগ্নিকান্ডে আসবাবপত্রসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। ২০ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ভানু চন্দ্র দেবনাথ এর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভূমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বসতঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন ভানু চন্দ্র দেবনাথ।
এ ঘনটায় অজামিল চন্দ্র নাথ (৫০) কে প্রধান অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানয় অভিযোগ করেছেন ভানু চন্দ্র দেবনাথ। প্রধান অভিযুক্ত অজামিল চন্দ্র নাথ ধারাবহর গ্রামের মৃত অলধর নাথ এর ছেলে।
অভিযোগ থেকে জানা যায়, প্রধান অভিযুক্ত অজামিল চন্দ্র নাথ ১৯৯৮ সালে ভানু চন্দ্র দেবনাথ এর নিকট ২৫ হাজার টাকার বিনিময়ে ৭ ডিসিমেল জায়গা বিক্রি করেন। পরে জায়গার দখল বুঝিয়ে দিলেও আজ পর্যন্ত জমি রেজিষ্ট্রারি করে দিচ্ছেন না। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার মুরব্বিদের নিয়ে দফায় দফায় বৈঠকে জমি রেজিষ্ট্ররি করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত রেজিষ্ট্রারি করে দেননি অজামিল চন্দ্র নাথ। উল্টো তাকে হুমকি ধমকি দিয়ে আসছেন। অজামিল ও তার সযোগিদের অব্যাহত হুমকীতে সেই জায়গায় নির্মিত বসতঘর ছেড়ে পরিবার নিয়ে ভাড়া বাসায় উঠতে বাধ্য হোন ভানু চন্দ্র দেবনাথ।
গত বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের থেকে বসতঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে তিনি ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিভাতে যাওয়ার সময় রাস্তায় দাড়িয়ে থাকা অজামিল চন্দ্র নাথসহ তার সহযােগিরা তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে এবং কোন বাড়াবাড়ি করলে একে বারে শেষ করে দিবে বলে হুমকী দেয়। অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে অভিযােগে উল্লেখ করা হয়েছে। প্রকাশ্যে প্রাণনাশের চেষ্টা করলে গত ২০২১ সালের ১১ অক্টোবর তিনি পুলিশ মহাপরিদর্শক বরাবরে নিরাপত্তার চেয়ে আবেদনের বিষয়টি অভিযোগে উল্লেখ করেন।
এব্যাপরে গোলাপগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে কে বা কাহারা অগ্নিকান্ড ঘটিয়েছে তা ক্ষতিগ্রস্থ লোকজন জানাতে পারেনি। এব্যাপরে অজামিল চন্দ্র নাথ কে প্রধান অভিযুক্ত করে ৪ জনের নাম উল্লেখ করে ভানু চন্দ্র দেবনাথ অভিযোগ করেছেন বলে জানান তিনি। এস.আই হাফিজ জানান এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অজামিল চন্দ্র নাথের সাথে আলাপ করলে তিনি কিছুই জানেনা বলে জানান।
মোবাইল ফোনে একাধিক বার গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন মিটিং নিয়ে ব্যস্ত রয়েছে বলে কথা বলতে পারেনি।