ইদ্রিছ মার্কেটের ব্যবসায়ী হামিদের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সংবর্ধনা

দৈনিক সিলেট ডট কম
ইদ্রিছ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরি কমিটির সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এসময় মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মো. আব্দুল হামিদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। পাশাপাশি সুস্থ্যভাবে যুক্তরাষ্ট্র গমণে মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করা হয়।
ইদ্রিছ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরি কমিটির সভাপতি আলহাজ্ব শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদের পরিচালনায় ইদ্রিছ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরি কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সুহেল আহমদ, আব্দুল লতিফ চৌধুরী, তাজ উদ্দিন, আজাদ আহমদ, মুজিবুর রহমান খান, ফয়েজ আহমদ, তাজুল আহমদ, মো. ওবায়দুল্লাহ ইসহাক প্রমুখ।