৯ বছরে অবৈধ ইউরোপের পথে ১৫৫ বাংলাদেশির মৃত্যু

দৈনিকসিলেট ডেস্ক :
অবৈধ পথে ইউরোপ পাড়ি দেয়ার সময় গত আট বছর নয় মাসে ১৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২০১৪ সালের জানুয়ারি থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত এ তথ্য সংগ্রহ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) নিজস্ব ওয়েবসাইটে জার্মানির বার্লিন থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম ২০টি দেশের মধ্যে বাংলাদেশ ১১তম স্থানে রয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সিরিয়ার নাগরিক, ৭৯১ জন। শীর্ষ ২০টি দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে সপ্তম স্থানে আফগানিস্তান ও ১৭তম স্থানে পাকিস্তান। এ সময়ের মধ্যে আফগানিস্তানের ২৭০ জন এবং পাকিস্তানের ৯১ জন নাগরিক মারা গিয়েছেন। এরা সবাই ইউরোপ মহাদেশের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি বা স্থল সীমান্ত অতিক্রম করার সময়ে মারা গিয়েছেন। আর ইউরোপ নিয়ে ২০২০ সালের আইওএমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে সমুদ্র ও স্থল সীমান্ত দিয়ে অনিয়মিতভাবে অভিবাসনের উদ্দেশ্যে ইউরোপে প্রবেশ করেছে মোট ১৩ হাজার ৩৫৪ জন বাংলাদেশি। এর মধ্যে মূল ইউরোপে প্রবেশ করেছেন চার হাজার ৫১০ জন বাংলাদেশি। আর এর বাইরে পশ্চিম বলকানের দেশগুলোতে ৮ হাজার ৮৪৪ জন বাংলাদেশির প্রবেশ করেছেন।