বিএনপি নেতা সরফরাজ চৌধুরী আর নেই

দৈনিকসিলেটডটকম
সিলেট মহানগর বিএনপির প্রবীণ নেতা ও ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সরফরাজ আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। তিনি শুক্রবার (২৮শে অক্টোবর) ৭টা ৩০মিনিটের সময় নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মরহুমের জানাযা শনিবার বাদ জোহর হজরত শাহজালাল দরগা মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযাতে সিলেট জেলা ও মহানগর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির প্রবীণ নেতা ও ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি সরফরাজ আহমেদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সিলেট মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এক যুক্ত বিবৃতিতে এই শোক জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহপাকের কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারকে শোকসইবার শক্তি যেনো দান করেন।