উগ্রবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সিলেট ডট কম
রাজার গাঁও টাইটেল মাদ্রাসা শিবের বাজার, জালালাবাদ সদর সিলেট এ আইডিয়া পিস প্রকল্পের উদ্যোগে উগ্রবাদ প্রতিহতকরনে সাধারণ জনগন ও ছাত্র, শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৩০অক্টোবর) আইডিয়া পিস প্রকল্পের শৈলেন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় এবং অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আবুল খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার হামিদুল হক। আইডিয়া পিস প্রকল্পের সুদীপ্ত চৌধুরীর স্বাগতিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে পুলিশ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সালাহউদ্দিন ও হাটখোলা ইউনিয়ন এর(১৮ নং বিট) বিট অফিসার পীযুষ কান্তি দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটখোলা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান জনাব মোশাহিদ আলী, সাবেক মেম্বার হামিদুর রহমান,বর্তমান মেম্বার আলকাছ মিয়া। এলাকার গন্যমান্য বক্তিবর্গ সহ কমিউনিটি পুলিশিং ফোরামের হাটখোলা ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড এর সভাপতি হামিদুর রহমান, সহ সভাপতি হাফিজ আলাউদ্দিন ৭ নং ওয়ার্ডের সভাপতি বীর মুক্তিযুদ্ধা হাজী মখলিছুর রহমান সহ সভাপতি ওয়ারিছ উদ্দিন সহ মাদ্রাসার ১২ জন শিক্ষক। ছাত্র, শিক্ষক সহ সর্বমোট ৮৩ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। প্রত্যেক বক্তাগন উগ্রবাদ, সহিংস উগ্রবাদ প্রতিহত করন ও উগ্রবাদী রিক্রুটের ক্ষেত্রে পুশ ফ্যাক্টর, প্রকৃত ধর্ম প্রচারক ও উগ্রবাদীদের মধ্যে পার্থক্য ইত্যাদি বিষয়ক বিস্তারিত আলোচনা হয়।
দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে আইডিয়া সিলেট মেট্রোপলিটন এর সকল থানায় পিস প্রকল্পের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি পুলিশিং ফোরাম সক্রীয় করনের মাধ্যমে স্থানীয় পুলিশ প্রশাসনের সমন্বয়ে কাজ করে যাচ্ছে।