লিডিং ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন

দৈনিকসিলেটডটকম
লিডিং ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ‘দ্য ব্যান্ভ কমিউনিটি’ এর অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর ২০২২) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে ক্লাবের ওয়েবসাইট www.thebannedcommunity.org
উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এসময় তিনি এ ক্লাবের কার্যক্রমে সন্তুষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে ক্লাবকে অনুপ্রাণিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর, ক্লাব উপদেষ্টা স্থপতি রাজন দাস, দ্যা ব্যান্ড কমিউনিটির বর্তমান কমিটির(২২-২৩) সভাপতি মো: ফেরদৌস হাসান সায়েম, সাধারণ সম্পাদক প্রিতম দেবসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ক্লাবের নবাগত সদস্যরা তাদের নিজস্ব ওয়েবসাইট পেয়ে খুশী হয় এবং
দ্যা ব্যন্ড কমিউনিটি আরও মেগা ইভেন্ট উপহার দিয়ে এ ক্লাবকে সামনে এগিয়ে নিতে নিজেদের আশাবাদ প্রকাশ করেন।