সিলেটে নতুন আরো একটি পাসপোর্ট অফিস হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালমা তানজিয়া বলেছেন, দেশের মানুষের কাছে দ্রুত সেবা পৌঁছে দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ করেছেন এবং ভিশন শব্দের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। বাংলাদেশকে এগিয়ে নেবার একটা ভিশন নিয়ে আমরা কাজ করছি।
পাসপোর্ট সেবা আরো সহজ করার জন্য সিলেটে আরো একটি পাসপোর্ট অফিস করা হবে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাসপোর্ট সেবা সহজীকরণ ও দ্রুত বিতরণ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উম্মে সালমা তানজিয়া আরো বলেন, আমরা সমস্যা স্বীকার করি না বলেই সমস্যা বাড়ে। বঙ্গবন্ধুর ডাকে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদেরকে দেশ দিয়েছেন। তাদের যুদ্ধ শেষ এখন যুদ্ধ আমাদেরকে করতে হবে। এ যুদ্ধ একটি উন্নত সমৃদ্ধ বাংরাদেশ গড়ার।
তিনি জানান, পাসপোর্ট করার ক্ষেত্রে রোহিঙ্গা টেস্ট উঠিয়ে নেয়া হয়েছে।এমআরপি থেকে ই- পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ই- পাসপোর্ট রিনিউ করতে আর পাসপোর্ট অফিসে যেতে হবে না ঘরে বসে অনলাইনে করা যাবে।
তিনি জানান, অবিতরণ অবস্থায় সিলেট পাসপোর্ট অফিসে প্রায় ২ হাজার পাসপোর্ট পড়ে আছে এগুলো উপজেলার মাধ্যমে বিতরণের ব্যবস্থা করা হবে। পাসপোর্ট সেবার জন্য একটি কল সেন্টারও করা হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট বিভাগীয় পরিচালক মাজহারুল ইসলাম,সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার সাদাত,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌছিফ আহমেদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মহমুদ প্রমুখ।