শাবিতে আবৃত্তি কর্মশালার রেজিস্ট্রেশন চলছে

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মাভৈঃ আবৃত্তি কর্মশালা-২০২২’ শুরু হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদ এ কর্মশালার আয়োজন করছে বলে বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে সংগঠনটির সহ-প্রচার সম্পাদক নাবিলা নাহিয়ান জানান।
আগামীকাল শুক্রবার ও পরের দিন শনিবার বিকাল ৩টায় সি বিল্ডিংয়ের ৪১২ নম্বর কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার পূর্বে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় সংগঠনের টেন্টে রেজিস্ট্রশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। কর্মশালায় মাভৈঃ আবৃত্তি সংসদের সদস্যদের জন্য রেজিস্ট্রশন ফি ৫০টাকা এবং বাহিরের যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য ৮০ টাকা বলে জানান নাবিলা।
তিনি বলেন, কর্মশালার প্রথম দিন (১১ নভেম্বর) প্রশিক্ষক হিসেবে থাকবেন চারুবাকের পরিচালক জ্যোতি ভট্টাচার্য্য। দ্বিতীয় দিন (১২ নভেম্বর) প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন।
প্রতিবছর নবীন সদস্যদের আগমন উপলক্ষে আবৃত্তি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় উল্লেখ করে নাবিলা বলেন, করোনা মহামারীর সময়েও এ কার্যক্রমের ব্যত্যয় ঘটেনি। ওই সময় আয়োজন করা হয়েছিল অনলাইন কর্মশালার।
নতুনদের পদচারণায় মুখরিত ক্যাম্পাসে এ কর্মশালা সাহিত্য অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী মাভৈঃ আবৃত্তি সংসদের সদস্যরা।