রোনালদোর নেতৃত্বে পর্তুগালের বিশ্বকাপ দল

দৈনিকসিলেটডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে পর্তুগাল। আগামী ২৩ নভেম্বর ঘানার বিপক্ষে বিশ্বকাপ শুরু হবে পর্তুগালের। ‘এইচ’ গ্রুপে তার প্রতিপক্ষ উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: ডিওগো কোস্তা, জোসে সা, রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডার: ডিওগো ডালোট, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, নুনো মেন্দেস, রাফায়েল গুয়েরেইরো।
মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, রুবেন নেভেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও মারিও, ম্যাথেউস নুনেস, ভিতিনহা, উইলিয়াম কারভালহো, ওতাভিও।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্ডো হোর্তা, গনসালো রামোস, আন্দ্রে সিলভা।