যুবলীগের সুবর্ণজয়ন্তী: সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের জুমার নামাজ আদায়

দৈনিকসিলেটডেস্ক
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে যুব মহাসমাবেশের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানদের জুমার নামাজ আদায়ের দিন। এ বিষয়কে মাথায় রেখে সমাবেশস্থলে জামাতে জুমার নামাজ আদায় করেছেন নেতাকর্মীরা। এছাড়া অনেকেই বাইরে গিয়ে তাদের সুবিধামতো মসজিদে নামাজ আদায় করেছেন।
এর আগে, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল জানিয়েছিলেন, বহু লোকসমাগমের বিষয়টি চিন্তা করে সমাবেশস্থলে জুমার নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন নেতাকর্মীরা। এছাড়া ঢাকার বাইরের জেলা-উপজেলা থেকে বিভিন্ন যানবাহনে ঢাকায় এসেছেন নেতাকর্মীরা। ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দিচ্ছেন তারা । বেশিরভাগেরই পরনে সবুজ রঙের পোশাক, মাথায় ক্যাপ।