কুলাউড়ায় দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত ‘সততা স্টোর’ ও ‘সততা সংঘ’কে আরও সক্রিয়করণ করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুদক হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সম্পাদক, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দুদকের হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী।
তিনি প্রতিষ্ঠান প্রধানদের স্বস্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সততার মনোভাব গড়ে তোলার লক্ষে নিষ্ক্রিয় সততা সংঘের সদস্যদের ও সততা স্টোরকে আরও সক্রিয় করে তোলার উপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পাশাপাশি তিনি কুলাউড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ভূমিকা রাখার আহবান জানান। এ ছাড়া দুদকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন দুদকের এই কর্মকর্তা।
সভায় উপস্থিত ছিলেন দুদক হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক তপন কুমার দেব, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল জাদিদ প্রমুখ।
সভা শেষে দুদকের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে সততা সংঘের সদস্যদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করেন।