'শিক্ষার্থীর পাশে শিক্ষার্থী' সংগঠণের ত্রি-বার্ষিক সম্মেলন
সভাপতি রাশেদ, সম্পাদক ইয়াসির

দৈনিকসিলেট ডেস্ক :
সামাজিক ও শিক্ষামূলক সংগঠণ ‘শিক্ষার্থীর পাশে শিক্ষার্থী’র ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সর্বসম্মতিক্রমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজকে সভাপতি ও ইয়াসির আরাফাতকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২০২৬ সালের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (১১ নভেম্বর) ‘শিক্ষার্থীর পাশে শিক্ষার্থী’ সংগঠণের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর চৌকিদিঘী এলাকায় ত্রি-বার্ষিক সম্মেলনে নবগঠিত কেন্দ্রীয় কমিটি দায়িত্ব অর্পন করেন।
সংগঠণের পরিসর দেশব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে সংগঠণের নাম ‘শিক্ষার্থীর পাশে শিক্ষার্থী’ থেকে ‘শিক্ষার্থীর পাশে সারা বাংলা’য় রূপান্তরের ঘোষণা প্রদান করা হয়।
নবনির্বাচিত ও প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদ নেওয়াজ এ ব্যপারে বলেন, ‘শিক্ষার্থীর পাশে শিক্ষার্থী’ সংগঠণ গত এক বছরের বিভিন্ন মহৎ কাজে অংশগ্রহণ করেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং সংগঠণকে আরো গতিশীল ও বিস্তৃত করতে সংগঠণের নাম ‘শিক্ষার্থীর পাশে সারা বাংলা’ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘শিক্ষার্থীর পাশে সারা বাংলা’ সংগঠণের কেন্দ্রীয় কমিটি বিভিন্ন জেলা, উপজেলা ও ওয়ার্ড কমিটি প্রদানের মাধ্যমে দেশব্যাপী এই সংগঠণকে আরো ছড়িয়ে দেবে।