ব্যাংক গুজব নিয়ে বাংলাদেশ ব্যাংক যা বললো

নিজস্ব প্রতিবেদক:
প্রবাসে বাংলাদেশের উন্নয়ন বিরোধী একটি মহল বাংলাদেশে অন্তত ২০টি ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে এমন গুজব ছড়াচ্ছে। বিশেষ করে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে।
যার ফলে প্রবাসীদের মধ্যে এক ধরণের অস্থিরতা বিরাজ করছে। তারা প্রতিদিন দেশে ফোন করে সজনদের কাছথেকে প্রকৃত ঘটনা জানতে চাচ্ছেন।
গত কয়েক দিন ধরে দৈনিকসিলেটডটকমকে অসংখ্য প্রবাসী বিষয়টি জানার জন্য ফোন দেন।
তারা দেশে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন এবং তাদের আমানত তুলে নেবারও কথা বলছেন।
বিষয়টি বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আর্কষণ করেছে।
রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাঈদা খানম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, এধরনের প্রচারণা ষড়যন্ত্রমূলক । বিভিন্ন সামাজিক যােগাযােগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে।
ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনাে সঙ্কট নেই। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনাে ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায় আগামীতেও বাংলাদেশের কোনাে ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তাই গুজব এবং অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হবারও অনুরোধ জানান।