মৌলভীবাজার ছাত্রদলের সভাপতিসহ আটক ৫

দৈনিকসিলেটডেস্ক
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমহনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন- পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন (৩৯), জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুদ চৌধুরী (২৫), ছাত্রদল নেতা সাব্বির আহমেদ (২৩) ও বিএনপি সমর্থক সাকিল মিয়া (২০)।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ১৯ নভেম্বর সিলেটে বিএনপির গণসমাবেশ সফলের লক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে আমরা শহরে লিফলেট বিতরণ করছিলাম। সেই কর্মসূচি বাধাগ্রস্ত করতে পুলিশ ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের আটক করছে।
এ অভিযোগ অস্বীকার করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান জানান, দুপুরে শহরে পুলিশ দায়িত্বরত ছিল। এ সময় আটককৃতরা পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। তাই তাদের আটক করা হয়েছে।-যুগান্তর