লিডিং ইউনিভার্সিটির জার্নাল ভলিয়ম-৯ এর প্রকাশনা ও শুভসূচনা

দৈনিকসিলেটডটকম
সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির জার্নাল অব বিজনেস সোসাইটি এন্ড সাইন্স এর ৯ নং ভলিউম এর প্রকাশনা ও শুভসূচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর ২০২২) বিকাল ২:৩০টায় লিডিং ইউনিভার্সিটির বোর্ডরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা জার্নাল অব বিজনেস, সোসাইটি এন্ড সায়েন্স (JBSS), লিডিং ইউসিভার্সিটির এর শুভসূচনা করেন।
প্রকাশনা ও শুচনা অনুষ্ঠানে জার্নাল অব বিজনেস, সোসাইটি এন্ড সায়েন্স (JBSS), এর চীফ এডিটর এবং লিডিং ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা কমিটির সকল সদস্যকে ভলিউম ০৯ প্রকাশে তাদের সর্বাত্বক চেষ্টা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়ে লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।
এ সময় লিডিং ইউনিভার্সিটির জার্নাল অব বিজনেস, সোসাইটি এন্ড সায়েন্স (JBSS) এর অ্যাডভাইজরি বোর্ড মেম্বার প্রফেসর ড. এম. আর. কবির, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, জার্নাল অব বিজনেস, সোসাইটি এন্ড সায়েন্স (JBSS) এর এক্সেকিউটিভ এডিটর এবং সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, এডিটরিয়াল বোর্ড মেম্বার আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের পরিচালক ড. মো. রেজাউল করিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এন্ভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. জহির বিন আলম এবং জার্নাল অব বিজনেস, সোসাইটি এন্ড সাইন্স পাবলিকেশন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন