কুচাই এলাকাবাসীর অর্থায়নে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনে ভারপ্রাপ্ত মেয়র

দৈনিক সিলেট ডট কম
সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন অবহেলিত ও বঞ্চিত কুচাই এলাকার টেকসই উন্নয়নের জন্য আগামীতে তরুণ গতিশীল ও যোগ্য নেতৃত্বকে ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান।তিনি বলেন, নগরায়নের ফলে জনসেবা বৃদ্ধি পায়, সুষমভাবে উন্নয়ন কাজের অগ্রগতি সাধিত হয়। জনগণ সরকারী সেবা আরো বেশী পায় ও উপকৃত হয়। এর জন্য প্রয়োজন তরুণ ও উদ্যমী নেতৃত্ব। তিনি সোমবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের অতি সাম্প্রতিক সময়ে নতুন ভাবে অন্তর্ভুক্ত ৪০ নং ওয়ার্ডের কুচাই আবাসিক এলাকার ১ নং গেইট ও মাঝ পাড়া এলাকায় এলাকাবাসী ও প্রবাসীদের অর্থায়নে চলমান রাস্তার কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিসিক ভুক্ত কুচাই অঞ্চলের প্রশাসক সিসিকের প্রকৌশলী আব্দুস সোবহান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল।
ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক কুচাই ইউপিকে সিসিক ভুক্তি আহ্বানকারী সংগঠক সামরান সাবের এর উদ্যোগে ও প্রচেষ্টায় দীর্ঘ দিন যাবত উন্নয়ন বঞ্চিত কুচাই এলাকায় এলাকাবাসীর অর্থায়নে রাস্তার উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। অতীতের মত বর্তমানেও প্রবাসীগণ আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন।
এসময় তৌফিক বক্স লিপন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে এলাকাবাসী ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।অতিথিবৃন্দ রাস্তার কাজ পরিদর্শন শেষে সামরান সাবের এর বাড়িতে আপ্যায়ন পরবর্তী এক সমাবেশে মিলিত হন।এসময় ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন প্রকৌশলী আব্দুস সোবহানকে অত্র এলাকার রাস্তা ঘাট উন্নয়নে দিকনির্দেশনা দেন ও প্রয়োজনীয় পরিকল্পনা সহ উন্নয়ন কার্যক্রম শুরুর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।তিনি পরিদর্শিত রাস্তাকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন তালিকার শীর্ষে স্থান দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষনিক নির্দেশনা প্রদান করেন। তৌফিক বক্স লিপন আরোও বলেন সুষম ও পরিকল্পিত উন্নয়ন কর্মকান্ডের স্বার্থে যোগ্য, কর্মঠ,দৃঢ়চেতা কঠোর পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিকে ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুচাই জামে মসজিদের মুতাওয়াল্লি মহি উদ্দিন, প্রবাসী শামীম আহমদ, শামীম কবির, সুদৃষ্টি সামাজিক সংগঠন এর সভাপতি নাজির আহমদ, জৈন উদ্দিন, নুরে আলম ছাদেক তারিক আলী, সৈয়দ নিয়াজ আহমদ সহ এলাকার সর্বস্তরের জনগণ।