বিকাশ কান্তি দাসের বিদায় সংবর্ধনা

দৈনিকসিলেটডটকম
বিশ্বনাথ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বিকাশ কান্তি দাসের চাকুরী হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্বনাথ উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
নব নিযুক্ত বিশ্বনাথ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী মো. আবুল কাসেমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন ভারপ্রাপ্ত ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে। মানবজীবনের প্রকৃত সার্থকতা, কর্মের সাফল্যের উপর নির্ভরশীল। তেমনি বিশ্বনাথ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বিকাশ কান্তি দাস জীবনের শেষ সময় পর্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন। আমরা তাঁর অবসর জীবনের দীর্ঘায়ু কামনা করছি।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা হিসাব রক্ষণ অফিসার বিকাশ কান্তি দাস বলেন, চাকুরী জীবনের যতদিন পর্যন্ত কাজ করেছি, চেষ্টা করেছি নিষ্ঠা ও সততার সাথে মানুষের কল্যাণে কাজ করা। অবসর জীবনের বাকি সময়টুকুও যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি সে জন্য আপনাদের কাছে দোয়া চাই।
এসএএস সুপারিনটেনডেন্ট মো. কাওছার আহমদ ও অডিটর মো. কবির উদ্দিনের যৌথ উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিজিএ কার্যালয় ঢাকার প্রাক্তন উপ-হিসাব মহা নিয়ন্ত্রক জনান অশোক রঞ্জন চৌধুরী, প্রাক্তন এএন্ডএও মাহবুবুর রহমান, প্রাক্তন ইউএও জৈন্তাপুর অবিনাশ চন্দ্র পাল, বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, কিশোরী মোহন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী রানী তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আল সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএও বিশ্বনাথ এর অডিটর ইকবাল হোসাইন, জুনিয়র অডিটর আব্দুল আহাদ সজীব, অফিস সহায়ক সুভাষ চন্দ্র রায়, শামীম হোসেন, প্রাক্তন সুপার লক্ষীপাল, প্রাক্তন সুপার কমলাক্ষী পাল চৌধুরী ও প্রাক্তন সুপার মুকছিদ চৌধুরী প্রমুখ।