গোয়াইনঘাটে সরিষা চাষীদের মধ্যে বীজ বিতরণ

দৈনিকসিলেটডটকম
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৃষকদের মধ্যে সরিষা উৎপাদন বৃদ্ধির জন্য প্রদর্শনীর উপকরন হিসেবে বীজ সার ও পাওয়ার টিলার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা সদরে উপজেলা কৃষি অফিসের ব্যাবস্থাপনায় প্রদর্শনী প্লটের সরিষা চাষীদের মধ্যে এসব সরিষা বীজ সার ও পাওয়ার টিলার বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ পরিচালক কাজী মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার জালাল উদ্দীন সরকার।
এসময় উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনিসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সরিষা চাষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর গোয়াইনঘাট উপজেলায় ৬৭০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৫টি প্রদর্শনী ৫০ শতক আয়তনের এবং ১টি প্রদর্শনী ৩ একরের। অনুষ্টানে প্রদর্শনী প্লটের ২৬ জন কৃষকদের মধ্যে সরিষা বীজ, বিভিন্ন রকমের সার, কীটনাশক ও ছত্রাকনাশক এবং ১টি বিশেষ ধরনের পাওয়ার টিলার বিতরণ করা হয়।