সিলেট আওয়ামী লীগের প্রতি প্রধানমন্ত্রীর যে নির্দেশ দিলেন

দৈনিকসিলেটডেস্ক
সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ চার নেতাকে সাংগঠনিক নানা দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। এসময় সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তৃণমূলকে প্রাধান্য দিতে চার নেতাকে নির্দেশ দেন।
এর আগে প্রধানমন্ত্রী মঙ্গলবার চার নেতাকে ঢাকায় তলব করেন। সে অনুযায়ী সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে দলকে সুসংগঠিত করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী তাদেরকে জনগণের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে সরকারের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরুন। মনে রাখতে হবে, জনগণই আওয়ামীলীগের শক্তি। জনগণকে সাথে নিয়ে আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা আরো বলেন, সামনে নির্বাচন সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। তৃণমূলকে প্রাধান্য দিতে হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আবারও নৌকা বিজয়ী হবে, ইনশাআল্লাহ।
আওয়ামীলীগ সূত্র বলছে, সিলেটে দলের সাংগঠনিক নাজুক অবস্থা নিয়ে ক্ষুব্ধ কেন্দ্র। এরই প্রেক্ষিতে জেলা ও মহানগরের চার নেতাকে ঢাকায় তলব করা হয়েছে।
এছাড়া আগামী বছরের নভেম্বরে সিলেট সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা। এরপরই জানুয়ারীতে জাতীয় নির্বাচন। দুটো নির্বাচনেই সমান গুরুত্ব দেয়ার নির্দেশনা এসেছে। বিশেষ করে সিলেট সিটিতে গত দুই মেয়াদে বিএনপির প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছে আওয়ামীলীগ। এবার যাতে
আওয়ামীলীগের মেয়র প্রার্থী বিজয়ী হতে পারেন, সেদিকে জোর দিচ্ছে দলটি। এ বিষয়টি নিয়েও সিলেটের নেতাদের সাথে কথা বলেছেন শেখ হাসিনা-এমনটাই জানিয়েছে সূত্র।