সিলেটে ইজতেমা করতে অনঢ় আঞ্জুমান: নতুন সিদ্ধান্ত আসতে পারে

দৈনিকসিলেটডেস্ক
বাংলাদেশ আঞ্জুমানে হেফাজতে ইসলাম ইজতেমা করতে অনড় রয়েছে। পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেটে দু’দিনের ইজতেমা করতে চায় সংগঠন টি।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ইজতেমার তারিখ ১৯ তারিখের পর পূণঃনির্ধারণের নির্দেশ দেয়া হয়েছিল।বাংলাদেশ আঞ্জুমানে হেফাজতে ইসলাম আগামী ১৭ ও ১৮ নভেম্বর দক্ষিণ সুরমার পারাইরচকে এই ইজতেমা করতে চায়।
পুলিশের ঘোষনা প্রচারের সাথে সাথে মঙ্গলবার (১৫ নভেম্বর) ইজতেমা মাঠে উপস্থিত হন মুসল্লীরা। তবে বিএনপির গণসমাবেশকে সামনে রেখে বিশৃশৃঙ্খলা আশঙ্কায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আঞ্জুমানে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে ইজতেমা পেছানোর অনুরোধ করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
তবে সেই নির্দেশ মানতে রাজি হয়নি আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।
এদিকে ইজতেমার আয়োজকদের এমন অনঢ় মনোভাব প্রকাশের পর পুলিশ নতুন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে কি না, জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সুদিপ দাস ( মিডিয়া) বলেন, এ ব্যাপারে নতুন কোন সিদ্ধান্ত হয়নি। আগের সিদ্ধান্তই বহাল। আর নতুন কোন সিদ্ধান্ত হলে সেটি বুধবার জানিয়ে দেয়া হবে।
ধারণা করা হচ্ছে শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হয়তো বাংলাদেশ আঞ্জুমানে হেফাজতে ইসলাম ইজতেমা তাদের অনড় অবস্থান থেকে সরে আসতে পারে।