সিলেটে মহিষ বোঝাই গাড়ি নিয়ে পালাতে গিয়ে ট্রাক দুর্ঘটনা, আহত ২

দৈনিকসিলেট ডটকম :
সিলেট-তামাবিল মহাসড়কে ভারতীয় মহিষ বোঝাই ডিআই ট্রাক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং গুরত্ব আহত দুটি মহিষ ঘটনাস্থলে নিলামে বিক্রয় করা হয়। অপর ১টি মহিষ ও দুর্ঘটনায় কবলিত গাড়ী ক্যাম্পে নিয়ে যায় বিজিবি।
বুধবার (১৬ নভেম্বর) সকাল ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট চৌমুখি রাস্তার উপরে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানান, টিপরাখলা এলাকার ১২৯০ দিয়ে ভারত হতে চোরাইপথে নিয়ে আসা ৩টি মহিষ ডিআই ট্রাক যোগে উপজেলার হরিপুর বাজারে নিয়ে যাওয়ার সময় দ্রুত গতির ডিআই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ডিআই ট্রাক চালক উপজেলার খারুবিল গ্রামের মৃত মজিবুল হকের ছেলে এবাদুর রহমান এবাদ (২৬) এবং পথচারি উপজেলার গোয়াবাড়ী গ্রামের আব্দুল হান্নান এর ছেলে মো. রমজান আলী (২৫) গুরুত্বর আহত হয়। তারা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সড়ক দুর্ঘটনার অবৈধ পথে ভারত হতে নিয়ে আসা মহিষ বোঝাই গাড়ী দুর্ঘটনায় স্বীকার হতে দ্রুত ঘটনাস্থালে ১৯ বিজিবির জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের সদস্যরা এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে আহত মহিষ ও তাদের বহনকারী ডিআই ট্রাক আটক করে। গুরুত্বর আহত ২টি মহিষ নিলামে ৯৫ হাজার টাকায় বিক্রয় করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন চিহ্নিত চোরাকারবারী ও বিজিবি (লাইনম্যান) সোর্স খ্যাত আব্দুল করিম উরফে বেন্ডিজ করিম। তিনি হরিপুরের ব্যবসায়ীর কেরিয়ারিং এর কাজ করেন।
এলাকাবাসী আব্দুর রহিম, কয়ছর আহমদ, হুমায়ুনসহ উপস্থিতিরা বলেন চেরাকারবারী পাওয়ার পরও বিজিবির লাইনম্যান (সোর্স) হওয়ার কারনে আব্দুল করিমকে আটক না করে তার নিকট আহত মহিষ বিক্রয় করা হয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ১টি মহিষ ও দুর্ঘটনা কবলিত গাড়ী ক্যাম্পে নিয়ে যান।
এবিষয়ে আব্দুল করিম উরফে বেন্ডিজ করিম বলেন, দুর্ঘটনার পর বিজিবি ও স্থানীয় জনতা আমাকে ফোন করে ঘটনাস্থলে আসার আহবান জানালে আমি যাই। আমি চোরাকারবার ব্যবসার সাথে জড়িত নই। আহত মহিষ দুটি নিলামের জন্য ব্যবস্থা করে দিয়েছি মাত্র। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান ছাড়া বিজিবি আপনাকে নেওয়ার কারন জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের টহল টিম ঘাটনাস্থলে পৌঁছে মহাসড়কের যানঝট এড়াতে কাজে করে। দুর্ঘটনায় কবলিত গাড়ী উদ্ধার করে ১টি মহিষ ক্যাম্পে নিয়ে যায়। তারমধ্যে গুরুত্বর আহত দুটি মহিষ নিলামে বিক্রয় করে। সংশ্লিষ্ট বিজিবির সাথে যোগাযোগ করলে ফোন রিসিভ হয়নি।