সিলেট ওসমানী হাসপাতাল
কোয়ার্টারের ছাদে মিললো সরকারি বিপুল পরিমাণ ওষুধ

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। এসব ওষুধের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রিকাবীবাজার এলাকার স্টাফ কোয়ার্টারের ১১/জ নম্বর বাসার চিলেকোঠা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব ওষুধ উদ্ধার করা হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, ওষুধ উদ্ধারের ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওষুধ চুরি বা পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হওয়া রোগীদের ওষুধ চুরি হয়ে আসছে। গত কয়েক বছরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ নিয়ে ডজনখানেক অভিযোগও এসেছে। এর পাশাপাশি হাসপাতাল থেকে বিভিন্ন কৌশলে ওষুধ চুরির ঘটনা ঘটেছে।
এমনকি ভুয়া প্রেসক্রিপশন দেখিয়ে একাধিক চক্র হাসপাতালের বহির্বিভাগ থেকে ওষুধ নিয়ে যাচ্ছে। এসব ঘটনার সঙ্গে হাসপাতালের একাধিক কর্মচারী জড়িত বলে জানা গেছে।