সিলেটে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদন্ড

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের জৈন্তাপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে জনতার হাতে আটক যুবকের ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যদান আদালত।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জৈন্তাপুর উপজেলার বারাকা কোচিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
দন্ডিত যুবক জসিম উদ্দিন (২৮) উপজেলার নিজপাট মাস্তিংহাটি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি পেশায় ট্রাক চালক ও বিবাহিত।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বারাকা কোচিং সেন্টারে পড়তে আসা তরুনী স্কুল ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন জসিম উদ্দিন। বিষয়টি ছাত্রী তার বাড়ীতে জানালে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদিরের কাছে নালিশ করেন।
বুধবার কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে প্রতিদিনের ন্যায় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টাকালে ইউপি সদস্যসহ স্থানীয়রা যুবককে আটক করে পুলিশে খবর দেন।
পরে পুলিশে এসে যুবকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট বশিরুল ইসলামের সামনে হাজির করেন। তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে জসিম উদ্দিনকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। আদালতের মাধ্যমে পরে ওই যুবকে কারাগারে পাঠায় পুলিশ।
ভ্রাম্যমান আাদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনী দেবী, জৈন্তাপুর ইউপির সদস্য আব্দুল কাদির, নিজপাট ইউপির সদস্য হুমায়ুন কবির খাঁন ও জৈন্তাপুর থানা পুলিশ ও উপজেলা ট্রাক চালক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট আল বশিরুল ইসলাম বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসায় এবং কোচিং সেন্টার এলাকায় পুলিশকে টহল বাড়াতে নির্দেশনা দিয়েছেন। উত্ত্যক্তে জড়িতদের যে কাউকে আইনের আওতায় আনা হবে।