জৈন্তাপুরে ৩টি মোটরসাইকেলসহ আটক ৩

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের জৈন্তাপুরে সেভেন এপিবিএন সিলেট এর অভিযানে ৩টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি সুজুকি জিক্সার, ২টি ইয়ামাহা মোটরসাইকেল (যার বর্তমান বাজার মূল্য ১১ লক্ষ ৩৪ হাজার টাকা) জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার করগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রায়হান আহমদ, হাউজপাড়া গ্রামের জসিম উদ্দিন এর পুত্র মিজানুর রহমান ও চৌধুরী পাড়া গ্রামের আব্দুল মালেক চৌধুরীর ছেলে রেজুয়ান আহমদ চৌধুরী। অভিযানে নেতৃত্ব দেন সেভেন এপিবিএন সিলেট এর সহকারী পুলিশ সুপার আছাবুর রহমান।
তিনি জানান, মোটরসাইকেল তিনটি বিক্রির জন্য নিয়ে আসছিলো ওই চক্র। এ ব্যাপারে এস আই দীপক কুমার পাল বাদী হয়ে জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।