পাগলা শিয়ালের কামড়ে পরীক্ষার্থীসহ গুরুতর আহত ২

দৈনিকসিলেট ডেস্ক :
ময়মনসিংহের নান্দাইলে পাগলা শিয়ালের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। এ সময় একটি গরু ও ছাগলকেও কামড়ায় শিয়াল।
বুধবার দুপুরের দিকে উপজেলার বীরবেতাগৈর ইউপির লোহিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন উপজেলার লোহিতপুর গ্রামের হাফিজ উদ্দিন সরকারের ছেলে মো. সোহরাব উদ্দিন ও আবুল কাশেমের এইচএসসি পরীক্ষার্থী মেয়ে শারমিন আক্তার। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, বুধবার দুপুরের দিকে জঙ্গল থেকে দুইটি শিয়াল এসে লক্ষ্মীপুর গ্রামের আব্দুল হাইয়ের একটি গরু এবং ওই এলাকার সোহরাবের একটি ছাগলকে কামড় দেয়। এলাকার লোকজনের তাড়া খেয়ে শিয়ালটি নিজের ঘরের সামনে দাঁড়িয়ে থাকা সোহরাব উদ্দিনকে কামড় দেয়। শিয়ালের কামড়ে সোহরাব উদ্দিন গুরুতর জখম হন। এরপর নিজ বাড়ির সামনে বসে থাকা অবস্থায় শারমিন আক্তারকে কামড়িয়ে গুরুতর আহত করে।
শারমিন আক্তারের চাচা আব্দুল কাইয়ুম বলেন, বিকেলে হঠাৎ শিয়াল এসে আমার ভাতিজি শারমিনকে কামড়াতে থাকে। চিৎকার শুনে দৌড়ে এসে শিয়ালের আক্রমণ থেকে শারমিনকে রক্ষা করি এবং একটি শিয়ালকে মেরে ফেলি।
সোহরাব উদ্দিনের ভাতিজি রৌশন আরা বলেন, চাচা ঘরের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় দৌড়ে এসে দুটি শিয়াল চাচাকে কামড়াতে থাকে।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস কাঞ্চন বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ বলেন, শিয়ালে কামড়ানোর পর আমরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। এই মুহূর্তে হাসপাতালে শিয়ালে কামড়ানোর কোনো ভ্যাকসিন নেই।