বিএনপির সিলেট বিভাগীয় গনসমাবেশ যোগ দেয়ার আহবান

দৈনিকসিলেটডটকম
আওয়ামী দুঃশাসন-লুটপাট- দুর্নিতী-দ্রব্য মূল্যের উধ্বর্গতির প্রতিবাদে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে, গনতন্ত্র-আইনের শাসন-ভোটাধীকার,সমৃদ্ধ অর্থনীতি সহ দেশ প্রেমিক সরকার প্রতিষ্ঠার লক্ষে আগামী শনিবার আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপির সিলেট বিভাগীয় গনসমাবেশে সর্বস্তরের জনগণ যোগ দেয়ার আহব্বান জানিয়েছেন নগরীর বিভিন্নস্তানে লিফলেট বিতরন করেছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী।
দুপুরে নগরীর সৈয়দমুগনী, পীরমহল্লায় সহ বিভিন্ন পাড়া মহল্লায় বিএনপির লিফলেট বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ হুসেন সাবু, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা আনহার আহমদ, শেখ মনাফ আহমদ, এমদাদুর রহমান আফজল, মনির হুসেন, মকবুল আলী, জুয়েল তালুকদার প্রমুখ।