লিডিং ইউনিভার্সিটি টুরিস্ট ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন

দৈনিকসিলেটডটকম
লিডিং ইউনিভার্সিটি টুরিস্ট ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন এবং এক্সেকিউটিভ কমিটি ২০২২-২৩ গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ই নভেম্বর ২০২২) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর এক অভিজাত হোটেলে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটি টুরিস্ট ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট (www.lutouristclub.org)
উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার জনাব বনমালী ভৌমিক।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটি টুরিস্ট ক্লাবের ‘এক্সিকিউটিভ কমিটি ২০২২-২৩’ এর ঘোষণা করা হয়। এক্সিকিউটিভ কমিটি ২০২২-২৩ এর প্রেসিডেন্ট পদে ডিপার্টমেন্টের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী মাসুরর ডাইয়ান এবং জেনারেল সেক্রেটারি পদে একই ব্যাচের শিক্ষার্থী সৈকত চন্দ্র দাসের নাম ঘোষণা করা হয়। সেইসাথে এক্সিকিউটিভ কমিটি ২০২১-২২ এর বিদায় এবং অসাধারণ দায়িত্ব পালনের জন্য কমিটির বিভিন্ন পদে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। জমকালো এ অনুষ্ঠানে ছিল নৃত্য এবং মিউজিক্যাল ব্রান্ড ‘Axe Alpha’ এর পরিবেশনা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন