কাল সিলেটে বিএনপির গণসমাবেশ: প্রস্তুত আলিয়ার মাঠ

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এ দিন নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসা মাঠে হতে যাওয়া এ গণসমাবেশে যোগ দিচ্ছেন বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। আজও প্রচুর সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। গণসমাবেশকে ঘিরে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ সফল করতে সকল ধরনের প্রস্তুতি সেরেছে বিএনপি। ইতোমধ্যে সমাবেশের মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সমাবেশস্থলে শতাধিক মাইক বসানো হয়েছে। এবং মঞ্চ থেকে দূরে থাকা নেতাকর্মীদের সমাবেশ স্পষ্টভাবে দেখানোর জন্য দুটি ‘বড় পর্দা’ স্থাপন করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন- ‘আমাদের গণসমাবেশ সফল করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। তাছাড়া সমাবেশস্থল ও আশপাশে নেতৃবৃন্দের বক্তব্য প্রচার করতে শতাধিক মাইক লাগানো হয়েছে। এছাড়াও দুটি ‘বড় পর্দা’ স্থাপন করা হয়েছে।