স্বেচ্ছাসেবক দল নেতা রাজিবের মুক্তি দাবি ফরহাদ চৌধুরী শামীমের

দৈনিকসিলেট ডেস্ক :
বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব কে কারাগারে প্রেরনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি,সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
রাজিবকে কারাগারে প্রেরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ঘর থেকে ধরে নিয়ে কোন মামলা ছাড়া সাজানো মামলায় অভিযুক্ত করে রাজিব কে কারাগারে প্রেরণ প্রমাণ করে দেশে কেউ নিরাপদ নয়।
বিবৃতিতে তিনি আরও বলেন, অবিলম্বে রাজিব কে মুক্তি দেওয়া না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করে আনা হবে।