সরকার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর: এমপি মিলাদ

দৈনিকসিলেট প্রতিবেদক :
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (মিলাদ গাজী) এমপি বলছেন শেখ হাসিনার সরকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ও মানুষের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর। আওয়ামী সরকার ক্ষমতায় থাকলের উন্নয়নের অভাব হয় না।
শনিবার (২৬ নভেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি’র বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য দেশে ফসলের বাম্পার ফলন হচ্ছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাজনাব ইমরান শাহারিয়ার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা এ, কে, এম, মাকসুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা নাজমা বেগম, বাংলাদেশ কৃষক লীগ নবীগঞ্জ উপজেলা আহ্বায়ক শেখ শাহানুর আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পালসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কর্মচারী ও কৃষকগন উপস্থিত ছিলেন।
এসময় এই উপকরণ সহায়তায় প্রতিজন কৃষকের মাঝে ৫ কেজি বোরো ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।