এবার ওয়ার্ল্ড কাপ জিতবে ইংল্যান্ড!

দৈনিক সিলেট ডট কম
এ পর্যন্ত এক বারই বিশ্বকাপ ফাইনাল খেলেছে ইংল্যান্ড। সে বার ইংল্যান্ডই ছিল বিশ্বকাপ ফুটবলের আয়োজক। পরে দু’বার বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকে।
সেই ইংল্যান্ড নাকি কাতার বিশ্বকাপ ফাইনালে খেলবে এবং চ্যাম্পিয়ন হয়ে ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবে।
এমন কথা বলেছেন এক আধ্যাত্মিক সাধক আলা উদ্দিন মোহাম্মদ আশরাফুল ইসলাম ওরফে পীর কবরি। তিনি বলেন, ভবিষ্যদ্বাণী করার কোন ক্ষমতা আমার নেই, কোন মানুষের নেই। সেটা একমাত্র আল্লাহ জানেন। আমি আধ্যাত্মিক সাধনা করে আমার আল্লাহর কাছ থেকে এটি পেয়েছি।
সুনামগঞ্জ জেলার ছাতকের খাগামুড়া গ্রামে জন্মগ্রহনকারী আলা উদ্দিন মোহাম্মদ আশরাফুল ইসলাম বর্তমানে তিনি বসবাস করছেন, মোহম্মদপুর রাইকদাড়া, ওসমানীনগর সিলেট।
এলাকায় তিনি পীর কবরি নামে পরিচিত। তার দেয়া পানি পড়া এবং তদবিরে অনেক কঠিন রোগী সুস্থ হয়েছেন। সংসদ সদস্য থেকে শুরু করে বিশ্বনাথ প্রেসক্লাব পর্যন্ত নানা জন তার কেরামতির প্রশংসাও করেছেন।
সম্প্রতি পীর কবরি এর কাছে তার গ্রামের লোকজন গিয়ে জিজ্ঞেস করেন এবার ফুটবল বিশ্বকাপে কোন দল জেতবে।
তিনি তখন বলেন, এটা আমি এখন বলতে পারবো না, আমাকে ৩ দিন সময় দিতে হবে। গ্রামের লোকজন তিন দিন পর আবার ‘পীর কবরি’র কাছে গেলে তিনি বলেন, পেয়েছি তবে এখানে বলবো না, আমার সাথে সিলেট চলুন, আমি সিলেটের একটি প্রেসক্লাবে এবং প্রথম আলো পত্রিকা অফিসে গিয়ে বলবো।
যে কথা সেই কাজ, গ্রামের আনোয়ার আলী এবং মো: আছকির আলী পীর কবরিকে নিয়ে রবিবার (২৭ নভেম্বর) সিলেট অনলাইন প্রেসক্লাবে আসেন। এসময় পীর কবরি জানান, বিশ্বকাপ ফাইনাল ইংল্যান্ড খেলবে এবং বিশ্বকাপ জেতবে।
এর পর তিনি চলে যান দৈনিক প্রথমআলো অফিসে।
ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, পর্তুগালের মতো না হলেও ইংলিশ প্রিমিয়ার লিগের দেশের জাতীয় দলকে নিয়েও ফুটবল প্রেমিকদের আগ্রহ রয়েছে প্রচুর। আধ্যাত্মিক সাধক আলা উদ্দিন মোহাম্মদ আশরাফুল ইসলাম ওরফে পীর কবরি’র এমন আশাবাদ গত বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা ইংল্যান্ডের জন্য সত্যি হবে কি?