বিয়ের পিঁড়িতে বসতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

দৈনিকসিলেট ডেস্ক :
সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের পিঁড়িতে বসার উদ্দ্যেশে দুই দিন যাবত প্রেমিকের বাড়িতে মোছা. সুমনা খাতুন (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী অনশন করছেন ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাগুরাবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর মশিন্দা পাড়ায় আলহাজ্ব আব্দুল গফুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুড়া বিনোদ ইউনিয়নের ০৮ ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম। তিনি শনিবার দুপুরে জানিয়েছেন, বিষয়টি মিমাংশার জন্য চেষ্টা চলছে।
প্রেমিকা সুমনা খাতুন সিরাজগঞ্জ পৌর সদরের নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার মো. মনোয়ার হোসেন মন্টুর মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের মশিন্দাপাড়ার আলহাজ্ব আব্দুল গফুরের ছেলে প্রেমিক মঈনুদ্দীন (২৫) এর বাড়িতে বিয়ের পিঁড়িতে বসার উদ্দ্যেশে অনশন করছেন তাঁরই প্রেমিকা কলেজ শিক্ষার্থী সুমনা খাতুন।
অনশনরত সুমনা খাতুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর গত প্রায় ৩ বছর যাবত প্রেমিক মঈনুদ্দিন বিয়ের প্রলোভনে আমাকে বিভিন্ন জায়গায় নিযে গিয়ে স্ত্রীর মতো ব্যবহার করেছেন। আর এখন আমি বিয়ের কথা বললে তিনি আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জান্নাচ্ছেন। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তাঁর বাড়িতে অনশন করছি। মঈনুদ্দিন যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি তাঁর বাড়িতেই আত্মহত্যা করবো বলে তিনি যোগ করেন।
এ দিকে অনশনের খবর পেয়ে মঈনুদ্দিন বাড়ি থেকে পালিয়েছেন।
এ ব্যাপারে মঈনুদ্দিন বাবা আলহাজ্ব আব্দুল গফুরের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে বাড়িতে নেই। আমি ওদের সম্পর্কের ব্যাপারে কিছু জানিও না।
এ প্রসঙ্গে মাগুরাবিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট জানান, বিষয়টি শুনেছি। তবে আমার কাছে কেউ এখনও আসেননি। তারপরও বিষয়টি জেনে স্থানীয়দের পরামর্শে ব্যবস্থা নেব।