কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি’র অভিষেক

দৈনিকসিলেটডটকম
সিলেটের কোম্পানীগঞ্জের ফটোগ্রাফারদের সংগঠন ‘কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি’র নব-গঠিত ২০২২-২৪ ইং সনের কার্যকরি কমিটির অভিষেক ও দক্ষতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি’র সভাপতি মো. শরিফ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
অনুষ্ঠানে নব-গঠিত কমিটির সদস্যদের ক্রেস্ট ও দক্ষতা বৃদ্ধি কর্মশালায় অংশগ্রহণকারী ফটোগ্রাফাদের সনদ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তাতারা বলেন, ফটোগ্রাফি একটি মহান পেশা। ফটোগ্রাফারদের একটি ক্লিক করতে কয়েক সেকেন্ড সময় লাগলেও সেই ছবি যুগের পর যুগ আমাদের অতীতকে স্মৃতি চারণ করে এবং জীবনের বিশেষ মুহূর্তের ইতিহাস ধরে রাখে। ফটোগ্রাফারদের সততা ও দক্ষতার সাথে ফটোগ্রাফি করার বিষয়েও গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াদ আলী, ২নং পূব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ৪নং ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাষ্টার, ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, দ্যা ডেইলি স্টার পত্রিকার ফটো সাংবাদিক ও দক্ষতাবৃদ্ধি কর্মশালার প্রশিক্ষক শেখ নাসির, প্রথম আলো পত্রিকার ফটো সাংবাদিক ও দক্ষতাবৃদ্ধি কর্মশালার প্রশিক্ষক আনিসুর রহমান, সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক এইচএম শহিদুল ইসলাম, সিলেট ফটোগ্রাফি সোসাইটি’র সভাপতি ফরিদ আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, বিআরডিবির ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, সাংবাদিক শের তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখর উদ্দিন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংবাদিক সোহরাব আহমদ, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি সহ-সভাপতি ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন মিন্নত, রবিউল হাসান, অর্থ সম্পাদক আক্তার হোসেন রাফি প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমন।