বদরুজ্জামান সেলিম’কে কারাগারে প্রেরণে ফরহাদ শামীমের নিন্দা

দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে ষড়যন্ত্রমুলক গায়েবি মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বাঁধাগ্রস্ত করতে সরকার আবারো জেল জুলুমের পথ বেঁচে নিয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি ও কারাগারে প্রেরণ করা হচ্ছে। মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ছাত্র রাজনীতি করে দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দিতে বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি ও বদরুজ্জামান সেলিমের নিঃশত মুক্তি দাবি করছি।
অবিলম্বে মিথ্যা ও গায়বি মামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সংগঠনের নেতাকর্মীদের হয়রানি বন্দের আহবান জানাই।