নবীগঞ্জে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮১.৩৯

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল থেকে অংশ নেয়া এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ২শত ৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬ শত ৭ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ১৮৬ জন। উপজেলায় গড় পাশের হার ৮১.৩৯%।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে এই তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। তাদের ওয়েব সাইডে দেয়া তথ্যে দেখা যায়।
নবীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ৪৪টি জিপিয়ে ৫ পেয়েছে যুগল কিশোর সরকারি মডেল হাই স্কুল। উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে অংশ নেয়া এবারের দাখিল পরীক্ষায় ৯ শত ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ শত ৬৪ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মোট ১৭ জন। উপজেলায় গড় পাশের হার ৮০.০৪%।
নবীগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষায় সর্বোচ্চ ৭টি জিপিয়ে ৫ পেয়েছে রুস্তমপুর দাখিল মাদ্রাসা।